Rozith 500 price in bangladesh।রোজিথ 500 মি গ্রা।রোজিথ 500 মিলিগ্রাম ট্যাবলেট।রোজিথ এর কাজ কি

রোজিথ (Rozith 500)।রোজিথ 500 মিলিগ্রাম ট্যাবলেট।রোজিথ এর কাজ কি

এজিথ্রোমাইসিন



https://www.himumedical.com/2023/07/rozith.html

সূচিপত্র :

রোজিথ" ২৫০ ট্যাবলেট ,৫০০ ট্যাবলেট , রোজিখ® সাসপেনশন তৈরির পাউডার , বিবরণ , বিবরণ , রোগ নির্দেশ সেবন মাত্রা ও বিধি , প্রতি নির্দেশনা , পার্শ্বপ্রতিক্রিয়া , গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার , ওষুধের ইন্টার্যাকশন , অতিমাত্রা , সরবরাহ এবং সংরক্ষণ ।

রোজিথ" ২৫০ ট্যাবলেটঃ

প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে রয়েছে এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট ইউএসপি যা ২৫০ মি.গ্রা. এক্সিব্রোমাইসিন-এর সমতুল্য।

৫০০ ট্যাবলেটঃ

প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে রয়েছে এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট ইউএসপি যা ৫০০ মি.গ্রা. এজিস্লোমাইসিন-এর সমতুল্য।

রোজিখ® সাসপেনশন তৈরির পাউডার:

সংমিশ্রণের পর প্রতি ৫ মি.লি. সাসপেনশনে আছে এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট ইউএসপি যা এজিব্রোমাইসিন ২০০ মি.গ্রা. এর সমতুল্য।

বিবরণ :

রোজিথ এতে রয়েছে এজিথ্রোমাইসিন ইউএসপি। এটি একটি এ্যাজালাইড এন্টিবায়োটিক। এজিথ্রোমাইসিন তার প্রতি সংবেদনশীল জীবানুসমূহে 50s রাইবোজোমাল সাবইউনিটের সাথে সংযুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষনে বাধা প্রদান করে ।

রোগ নির্দেশ, সেবন মাত্রা ও বিধি :

সংক্রমণ : টাইফয়েড/প্যারাটাইফয়েড , সিগেলোসিস , ডায়রিয়া , কলেরা ,ইনফ্ল্যামেটোরী বাউয়েল ডিজিজ , ব্যাকটেরিয়া ঘটিত যৌনরোগ (STD) , পেলভিক ইনফ্লামেটরি ডিজিস (পি আই ডি) , ব্রণ ,ত্বক ও নরম কোষকলার সংক্রমণ ,দাঁতের সংক্রমণ , ক্রনিক ওবসট্রাকটিভ পালমোনারি ডিজিস (সিওপিডি) , শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং চোখের সংক্রমণ ।

টাইফয়েড/প্যারাটাইফয়েড মাত্রা ও চিকিৎসার সময়কাল :

প্রাপ্তবয়স্ক: ১ গ্রা. দিনে ১ বার ।

শিশু: ২০ মি.গ্রা./কেজি দিনে ১ বার ।

[৫দিন ]

যদি ফ্লুরোকুইনল প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয় তাহলে এজিথ্রোমাইসিন ৫০০ মি.গ্রা. দিনে ১ বার ।

[ ১৪ দিন ]

সিগেলোসিস মাত্রা ও চিকিৎসার সময়কাল :

প্রাপ্তবয়স্ক: ১-১.৫ গ্রা. দিনে ১ বার ।

শিশু: ২০ মি.গ্রা./কেজি দিনে ১ বার ।

[ ১-৫ দিন ]

ডায়রিয়া মাত্রা ও চিকিৎসার সময়কাল :

প্রাপ্তবয়স্ক: ১-১.৫ গ্রা. দিনে ১ বার ।

শিশু: ২০ মি.গ্রা./কেজি দিনে ১ বার ।

কলেরা মাত্রা ও চিকিৎসার সময়কাল :

প্রাপ্তবয়ঙ্ক: ১ গ্রা. দিনে ১ বার

শিশু: ২০ মি.গ্রা./কেজি দিনে ১ বার

ইনফ্ল্যামেটোরী বাউয়েল ডিজিজ মাত্রা ও চিকিৎসার সময়কাল :

প্রাপ্তবয়স্ক: ১ গ্রা. দিনে ১ বার ।

শিশু: ২০ মি.গ্রা./কেজি দিনে ১ বার ।

[ ৫ দিন ]

ব্যাকটেরিয়া ঘটিত যৌনরোগ (STD) মাত্রা ও চিকিৎসার সময়কাল :

প্রাপ্তবয়স্ক: ২ গ্রা. একক মাত্রা (Single dose)(রোগী এবং তার সংগী/সংগীনিকে সেবন করতে হবে)

পেলভিক ইনফ্লামেটরি ডিজিস (পি আই ডি)  মাত্রা ও চিকিৎসার সময়কাল :

১ গ্রাম দিনে ১ বার প্রথম ২ দিন এবং ৫০০ মি.গ্রা. দিনে ১ বার পরবর্তী ৫ দিন ।

[ ৭ দিন ]

ব্রণ মাত্রা ও চিকিৎসার সময়কাল :

প্রাপ্তবয়স্ক: ৫০০ মি.গ্রা. দিনে ১ বার,তারপর ৪ দিন বিরতি ।

[ ১২ সপ্তাহ ]

ত্বক ও নরম কোষকলার সংক্রমণ মাত্রা ও চিকিৎসার সময়কাল :

প্রাপ্তবয়স্ক: ৫০০ মি.গ্রা. দিনে ১ বার ।

শিশু: ১০ মি.গ্রা./কেজি দিনে ১ বার ।

[ ৩ দিন ]

দাঁতের সংক্রমণ মাত্রা ও চিকিৎসার সময়কাল :

প্রাপ্তবয়স্ক: ৫০০ মি.গ্রা. দিনে ১ বার ।

শিশু: ১০ মি.গ্রা./কেজি দিনে ১ বার ।

ক্রনিক ওবসট্রাকটিভ পালমোনারি ডিজিস (সিওপিডি) মাত্রা ও চিকিৎসার সময়কাল : 

২৫০ মি.গ্রা. ৫ দিন এরপর সপ্তাহে দুই বার।

[ ১২ সপ্তাহ ]

শ্বাসতন্ত্রের সংক্রমণ মাত্রা ও চিকিৎসার সময়কাল :

প্রাপ্তবয়স্ক: ৫০০ মি.গ্রা. দিনে ১ বার ।

শিশু: ১০ মি.গ্রা./কেজি দিনে ১ বার ।

[ ৩ দিন ]

চোখের সংক্রমণ মাত্রা ও চিকিৎসার সময়কাল :

প্রাপ্তবয়স্ক: ১ গ্রা. দিনে ১ বার । 

শিশু: ২০ মি.গ্রা./কেজি দিনে ১ বার ।

খাবার নিয়ম :

এজাতিয় ওষুধ মুখে খেতে হয়। ওষুধটি মুখে নিয়ে, ১ গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। ওষুধটি চুষে খাওয়া বা ভেঙ্গে বা গুড়া করে খাওয়া যাবে না।



https://www.himumedical.com/2023/07/rozith.html

দাম :

Rozith 500 প্রতি পিসের দাম ৩৫.০০ টাকা।

প্রতি নির্দেশনা :

এজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, অন্য কোন ম্যাক্রোলাইড অথবা কিটোলাইডে অতিসংবেদনশীলতা থাকলে এজিথ্রোমাইসিন প্রতিনির্দেশিত ।

পার্শ্বপ্রতিক্রিয়া :

এজিথ্রোমাইসিন সুসহনীয় এবং পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা অত্যন্ত কম। অধিকাংশ পার্শ্বপ্রতিক্রিয়াই পরিপাকতন্ত্রীয়, যেমন- ডায়রিয়া, বমিবমি ভাব, উদরের অস্বস্তি পেট ফাঁপা, কালোবর্ণ ভেদ, ফুসকুড়ি, ফুলে ওঠা জাতীয় এলার্জিক প্রতিক্রিয়া হতে পারে এবং খুবই কম অতিসংবেদনশীল প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। মাঝে মধ্যে নিউট্রোফিল কাউন্টের ক্ষনস্থায়ী হ্রাস লক্ষ্য করা গেছে যদিও এজিথ্রোমাইসিন ব্যবহারের সাথে এর সম্পর্ক প্রতিষ্ঠিত নয়।

সতর্কতা :

এজিথ্রোমাইসিন নি:সরণের প্রধান মাধ্যম হল যকৃৎ। যকৃৎ অপর্যাপ্ততা রোগীর ক্ষেত্রে এজিথ্রোমাইসিন প্রয়োগে সাবধানতা অবলম্বন করতে হবে। এলার্জিরপ্রতিক্রিয়া লক্ষ্যণীয় হলে ঔষধ সেবন অবশ্যই বন্ধ করে দিতে হবে এবং সুনির্দিষ্ট চিকিৎসা দিতে হবে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভাবস্থাঃ প্রেগনেন্সি ক্যাটাগরি বি। প্রাণীজ নিরীক্ষায় দেখা গেছে, ভ্রুনের উপর এজিথ্রোমাইসিনের কোন প্রতিক্রিয়া নাই। যেহেতু প্রাণীজ প্রজনন নিরীক্ষা সবসময় মানুষের প্রতিনিধিত্ব করে না, সেহেতু এই ক্ষেত্রে গর্ভাবস্থায় এজিথ্রোমাইসিনের ব্যবহার নির্ভর করে যদি অবশ্যই প্রয়োজন হয়।

স্তন্যদানকালীনঃ মাতৃদুগ্ধে এজিথ্রোমাইসিনের নি:সরণ সংক্রান্ত কোন তথ্য জানা যায়নি। যেহেতু অনেক ঔষধ মাতৃদুগ্ধে নি:সরণ হয় তাই স্তন্যদানকালীন সময়েসাবধানতার সাথে এজিথ্রোমাইসিন ব্যবহার করতে হবে।

ওষুধের ইন্টার্যাকশন :

খাদ্য অথবা এন্টাসিডের উপস্থিতিতে এজিথ্রোমাইসিনের শোষণ ব্যাহত হয় বিধায় খাদ্য অথবা এন্টাসিড গ্রহণের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে এজিথ্রোমাইসিন সেবন করা উচিত। ডিগক্সিন ও আরগেট এর সাথে একত্রে এজিথ্রোমাইসিনের ব্যবহার সাবধানতার সাথে পর্যবেক্ষন করতে হবে। কারণ ডিগক্সিনের মাত্রা বৃদ্ধি এবং তত্ত্বগত আরগোটিজম দেখা দিতে পারে। ওয়ারফারিন, থিওফাইলিন, কার্বামাজেপাইন, মিথাইল প্রেডনিসোলন এবং সিমেটিডিনের সাথে এজিথ্রোমাইসিনের বিতরন ক্রিয়া প্রতিক্রিয়া নেই ।

অতিমাত্রা :

বেশির ভাগ পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ মাত্রার চেয়ে বেশি মাত্রায় সেবনের ফলে হয়ে থাকে। শ্রবনশক্তিলোপ জনিত পার্শ্বপ্রতিক্রিয়া বেশি লক্ষ্য করা যায় সাধারণমাত্রার চেয়ে অতি মাত্রায় ব্যবহারের ফলে। অতিমাত্রা জনিত প্রতিক্রিয়া রোধে প্রচলিত প্রতিকার সমূহ নির্দেশিত ।

সরবরাহ :

রোজিথ ২৫০ মি.গ্রা. ট্যাবলেট: প্রতি বাক্সে আছে ১×৬টি ট্যাবলেট, অ্যালু-অ্যালু রিস্টার প্যাকে।

রোজিথও ৫০০ মি.গ্রা. ট্যাবলেট: প্রতি বাক্সে আছে ২×৬টি ট্যাবলেট, অ্যালু-অ্যালু রিস্টার প্যাকে।

রোজিৎ® সাসপেনশন তৈরির পাউডার: সংমিশ্রণের পর বোতলে থাকবে ১৫ মি.লি., ২২.৫ মি.লি., ৩৫ মি.লি. এবং ৫০ মি.লি. সাসপেনশন ।

সংরক্ষণ :

ঠান্ডা এবং শুষ্ক স্থানে ৫°সেঃ হতে ৩০°সেঃ তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করুন। আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন।

[ ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ]



Post a Comment (0)
Previous Post Next Post

Banner 160x600 for

Social Bar for