Entacyd plus এর কাজ কি। এন্টাসিড ট্যাবলেট খাবার নিয়ম। Entacyd plus price in bangladesh..

Entacyed Plus 400mg+400mg+30mg

Tablet

Aluminium Hydroxide + Magnesium Hydroxide + Simethicon

 Square Pharmaceuticals Ltd.


https://www.himumedical.com/2023/07/entacyd-plus-entacyd-plus-price-in.html

Entacyd plus এর ব্যবহার ঃ

বুক জালাপোড়া ও বদহজম, পাকস্থলী বা অন্ত্রে ঘা, পাকস্থলীর প্রদাহ,  কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়ার, বিষবিদ্য ইত্যাদি আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়।

কি ভাবে গ্রহণ করতে হয় ঃ

Entacyd plus ঔষধটি মুখে খেতে হয়। এ ঔষধটি চুষে অথবা ১ গ্লাস পানি দিয়ে গিলে খাওয়া যায়।

খাবার নিয়ম ঃ

Entacyd plus 1-2 টি ট্যাবলেট ভাত খাবার 1-2 ঘন্টা পরে সেবন করতে হবে েএবং রাত্রে ঘুমানোর আগে খেতে হবে।

Suspension : 2 চামচ করে দিনে 3 বার সকাল, দুপুর এবং রাত্রে ভাত খাবার 30 মিনিট পরে খেতে হবে।

বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঔষধের মাত্রায় সমস্যা দেখা দিতে পারে। এজন্য ডাক্তার আপনাদের যেভাবে খাবার পরামর্শ দেবে আপনারা সেভাবে খাবার চেষ্টা করবেন। এছাড়া আপনারা সবসময় ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খাবার চেষ্টা করবেন।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ 

যেসব রোগীদের হাইপোফসফেটেমিয়া আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া ঃ

 

সকল ঔষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যাইহোক অনেকের ক্ষেত্রে এটি দেখা দেয় আবার অনেকের ক্ষেত্রে এটি দেখা দেয় না । সেজন্য আপনারা ডাক্তারের কাছে পরামর্শ নিন। 

যেসব রোগ গুলো দেখা দিতে পারে ঃ

১. ডায়রিয়া

২.কোষ্ঠকাঠিন্য

৩. বমি বমি ভাব

৪. অন্ত্র জল বাড়ে

৫. পেশির দুর্বলতা

 ৬. চামড়া ফুসকুড়ি

এ ছাড়া আরো অনেক কিছু দেখা দিতে পারে।

ওভারডোজ ঃ

আপনি যদি মনে করে থাকেন আপনার ঔষধটি বেশি পরিমানে পান করেছেন তাহলে আপনি জরুলি ডাক্তারে সাথে যোগাযেগ করুন এবং ডাক্তারের কাছ থেকে তাড়াতাড়ি পরামর্শ নিন।

তাছাড়া অতিরিক্ত মাত্রায় ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন।

কিছু ঔষধের ক্ষেত্রে গ্রাস্টিক ল্যাভেজের মাধ্যমে পেট খাখি করা হয়ে থাকে। সে ক্ষেত্রে রোগীকে সাবধানে পর্যবেক্ষণ করতে হবে বা করা উচিত।(ইসিজি পর্যবেক্ষণ সহ ) এবং লক্ষল মূলক এবং সহায়ক চিকিৎসা করা উচিত বলে মনে করে থাকি।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার ঃ

গর্ভধারণের প্রথম তিন মাস এটি ব্যবহার করা যবে না পরীক্ষা করে এমনটি বলা হয়েছে।

 

ন্টাসিড প্লাস ট্যাবলেট : প্রতিটি বাক্সে আছে ২০০ টি চুষে খাওয়ার ট্যাবলেট।

এন্টাসিড প্লাস সাসপেনশন : প্রতিটি পেট বোতলে আছে ২০০ মি.লি. সাসপেনসন।

দাম ঃ

এন্টাসিড প্লাস ট্যাবলেট প্রতি পিসের দাম মাত্র 2.50 টাকা।

 এন্টাসিড প্লাস সাসপেনশন প্রতি পেট বোতলের দাম মাত্র 80.00 টাকা।

                        

                        [  সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন  ]

        



Post a Comment (0)
Previous Post Next Post

Banner 160x600 for

Social Bar for